আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, আমেরিকার ইরানবিরোধী পদক্ষেপ প্রতিহত করতে চীন ও রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে হবে। তিনি বলেন, আমেরিকার অর্থনৈতিক স্বার্থ রক্ষার লক্ষ্যে ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবকে খুশি করতে ইরানের বিরুদ্ধে কঠোর আচরণ করছে ওয়াশিংটন।
বোরুজেরদি বলেন, “এ অবস্থায় আমাদেরকে চীন ও রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে হবে। এসব দেশও আমেরিকার বৈরিতা ও নিষেধাজ্ঞার শিকার।” তিনি বলেন, চীন ও রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। কাজেই এসব দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করলে মার্কিন চাপের প্রভাব কমিয়ে ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকা সম্ভব হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে এইচ. আর. ম্যাকমাস্টারকে সরিয়ে জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন বোল্টনকে তার স্থলাভিষিক্ত করেন। বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন সামরিক আগ্রাসনের অন্যতম প্রধান উসকানিদাতা ছিলেন জন বোল্টন। চরম উগ্র কূটনীতিক জন বোল্টনকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়ার ফলে ওয়াশিংটনের ইরান বিদ্বেষী নীতি আরো কঠোর হবে বলে যখন ধারণা করা হচ্ছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

