২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৪২

কাউন্টিতে খেলবেন কোহলি

স্পোর্টস ডেস্ক:

অনেক আগে থেকেই ইংল্যান্ডের কাউন্টিতে খেলার ইচ্ছার কথা জানিয়ে আসছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অবশেষে এতদিনে তা সত্যি হতে যাচ্ছে। কোহলিকে কাউন্টি ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

তবে, তিনি কোন দলের হয়ে খেলবেন তা এখনও নিশ্চিত নয়। সম্ভবত তিনি সারের হয়ে খেলবেন। কাউন্টি ক্রিকেটে খেলতে গেলে জুনে হয়তো আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলবেন না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে টেস্টে মাঠে নামার আগে নিজেকে প্রস্তুত করতে আগামী গ্রীষ্মে কাউন্টি খেলবেন বর্তমান সময়ের সেরা এই ব্যাটসম্যান। ভারতীয় ক্রিকেট বোর্ডও তাকে অনুমতি দিয়েছে। চেতেশ্বের পূজারা ও ইশান্ত শর্মার পর চলতি মৌসুমে তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই অনুমতি পেলেন। কাউন্টি খেলার অনুমতি পেলেও এখনো কোন দলের হয়ে ইংল্যান্ড মাতাবেন কোহলি এখনো তা জানা যায়নি। কিছু দিন আগে ইংলিশ দল সারে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে কোহলির বিষয়ে আগ্রহ দেখিয়েছিল। তবে ওই সময় আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় বিসিসিআই তা নাখোজ করে দেয়।

২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডকে হারানোর পরই কোহলি বলেছিলেন, ‘যে কোন দলে জন্যই প্রস্তুতি পর্বটা খুবই গুরুত্বপূর্ণ। আমার যদি সুযোগ আসে, আমি সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে যেতে চাই, আর এটা হবে খুবই ভালো। আমি আসলে এটা নিয়ে ভাবছি। আর নিশ্চিতভাবে বলতে গেলে আমি সময় পেলে ইংল্যান্ডে খেলতে চাই।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ টেস্ট সিরিজ হারের পর সুপ্রিম কোর্ট নির্ধারিত বিসিসিআইয়ের কমিটি অব অ্যাডমিনেস্ট্রেশনের চেয়ারম্যান বিনোদ রায় বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরের ম্যাচের আগে আমরা আরও কিছু সময় পেলে প্রস্তুতিটা ভালো হত। তাই আমরা কোহলিকে কাউন্টি খেলার সুযোগ দিচ্ছি, প্রস্তুতি নিতে।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৫, ২০১৮ ১১:২৫ পূর্বাহ্ণ