১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪০

বাসে নারীদের অপছন্দ যেসব আচরণ

লাইফ স্টাইল ডেস্ক:

রাজধানীতে প্রতিনিয়ত জনসংখ্যা বেড়েই চলছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কর্মীজীবী নারী ও পুরুষের সংখ্যা। অফিস কিংবা যে কোনো কাজে নারীরা যখন ঘর থেকে বাইরে বের হন তখন তারা বাসে উঠতেই নানানভাবে হয়রানির শিকার হন।। বিশেষ করে সকাল থেকে অফিসে যাওয়া ও বিকালে থাকে বাড়ি ফেরার তাড়া। বাড়ি ফিরতে গিয়ে পুরুষ যাত্রীদের সঙ্গে বাসে উঠতে গিয়ে নারীরা বিভিন্ন ধরনের যৌন হয়রানির শিকার হন।

তাই পুরুষ যাত্রীরা যদি একটু নিজ নিজ জায়গা থেকে সচেতন হন পথে নারীদের প্রতিদিনের পথচলা হবে আরও সহজ। তাই এমন কখনোই করবেন না যাতে নারীরা বিব্রত হয়। আসুন জেনে নেই বাসে নারীদের সঙ্গে কী ধরনের ম্যানার্স বজায় রাখা উচিত।

সংরক্ষিত আসন

অনেক ক্ষেত্রে দেখা যায়, সংরক্ষিত আসনগুলোতে পুরুষরা বসে থাকেন। এটি কখনোই করবেন না। নারীরা বাসে উঠলেই সিটগুলো ছেড়ে দিন।

সিটে স্থির হয়ে বসুন

বাসের সিটে যাদি আপনার সঙ্গে নারী যাত্রী বসেন তবে অবশ্যই আপনাকে সচেতন হয়ে নড়াচড়া করতে হবে। আপনার অসচেতনার কারণে শারীরিকভাবে একজন নারী অস্বস্তি বোধ করতে পারেন।

বেশি জায়গা নিয়ে বসবেন না

বাসে নিজের নির্দিষ্ট জায়গাটুকু নিয়ে বসুন। বেশি জায়গা নিয়ে বসার অভ্যাস পরিহার করুন। নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

নারীদের আগে উঠতে দিন

নারীদের সম্মান করে হলেও আগে বাসে উঠতে দিন। এতে আপনার ব্যক্তিত্ব বাড়িয়ে দেবে।

সহযোগিতার হাত বাড়ান

বাসের সিট না থাকলে অনেক সময় পুরুষ যাত্রীরা নারীদের উঠাতে বারণ করেন। মনে রাখবেন বাস না পেলেই কেবল একজন নারী ভিড় বাসে ওঠেন, তাকে সহযোগিতা করুন।

 

প্রকাশ :মার্চ ২৫, ২০১৮ ১১:১৮ পূর্বাহ্ণ