১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৯

বিনা দাওয়াতে পুলিশ এলো বিয়েতে…

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জের এক বিয়ের আসর থেকে বর পালিয়ে গেছে। আর আরেকটিতে রাস্তা থেকে ফিরে গেছে বরযাত্রী।

কারণ বিয়েতে বিনা দাওয়াতে পুলিশ এসে উপস্থিত হয়েছেন। আর তাতেই বেধে গেলো যতো বিপত্তি। পণ্ড হয়েছে দুটো বাল‌্য বিয়ে।

শুক্রবার কালেঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালেঙ্গা গ্রামে একই দিনে দু’টি বাল্য বিয়ে হবার কথা ছিল। শুক্রবার দুপুরে গ্রামে খলিল মিয়ার মেয়ে দশম শ্রেণির ছাত্রী রিতা বেগম (১৫) ও একই গ্রামের আলমগীর মিয়ার মেয়ে দশম শ্রেণির ছাত্রী আখলিমা বেগমের (১৫) বিয়ের আয়োজন করা হয়েছিল।

বাল্য বিয়ের খবরে কমলগঞ্জ থানার ওসির নির্দেশে দুই শিক্ষার্থীর বাড়িতে  হাজির হয় পুলিশ। পুলিশ আসার খবর পেয়ে এক আসর থেকে বর পালিয়ে যায়। আর অন‌্য বিয়ের বরযাত্রীরা রাস্তা থেকেই সটকে যায়।

এরপর প্রাপ্ত বয়স না হলে বিয়ে দেবেন না এই মর্মে অভিভাবকদের কাছ থেকে স্বাক্ষরও নেয় পুলিশ।

শনিবার কমলগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুল হামিদ এতথ্য নিশ্চিত করেন।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। এমন বিয়ের খবর পেলেই  তা বন্ধ করা হবে।

প্রকাশ :জানুয়ারি ২৫, ২০২০ ৩:৪৭ অপরাহ্ণ