১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৭

সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী তারকা আনুশকা

বিনোদন ডেস্ক:

সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে প্রভাবশালী তারকা আনুশকা শর্মা। একটি সমীক্ষায় এমনই জানা গেছে। স্কোর ট্রেন্ডস নামে একটি আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা সব ভাষার সংবাদমাধ্যমের উপর সমীক্ষা চালিয়ে খবরের শিরোনামে থাকা তারকাদের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। ৭১.৯০ পয়েন্ট নিয়ে এই তালিকার শীর্ষে আনুশকা। দ্বিতীয় স্থানে থাকা প্রিয়াঙ্কা চোপড়া অনেক পিছিয়ে। তার র‌্যাঙ্কিং ৫০.৩৪। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের এবিপি আনন্দ পত্রিকা।

স্কোর ট্রেন্ডসের সহ-প্রতিষ্ঠাতা অশ্বিনী কউল জানিয়েছেন, দেশজুড়ে ১৪টি ভাষায় ফেসবুক, টুইটার, সংবাদপত্র, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খবর, সম্প্রচার ও ডিজিটাল মাধ্যম থেকে তথ্য নেওয়া হয়েছে। এই তথ্যগুলো যাচাই করা হয়েছে। আনুশকা ও প্রিয়াঙ্কার পর ৪০.০৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দীপিকা পাড়ুকোন। ৩১.৭৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে কঙ্গনা রানাওয়াত। প্রথম দশে আছেন সানি, লিওন, সোনম কাপুর, শ্রদ্ধা কাপুর, বিদ্যা বালান, তাপসী পান্নু ও মাধুরী দীক্ষিত।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৫, ২০১৮ ১১:৩১ পূর্বাহ্ণ