১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৩

শাকিবের সঙ্গে লড়াই করার কিছু নেই: মিম

বিনোদন ডেস্ক:

গত শুক্রবার রাজধানীসহ সারা দেশে মুক্তি পেয়েছে সৈকত নাসিরের পরিচালনায় নির্মিত চলচ্চিত্র ‘পাষাণ’। এতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এতে মিমের সঙ্গে জুটি করেছেন কলকাতার ওম। ছবিতে মিম একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। পাষাণ নিয়ে মিম জানালেন নিজের আকাঙ্খার কথা, তিনি বললেন, ভালো গল্প, ভালো নির্মাণ। সবমিলিয়ে দর্শকদের ভালো লাগবে। কারণ ছবিতে দর্শকদের ধরে রাখার মতো অনেক কিছুই রয়েছে। আমার বিশ্বাস, দর্শক পাষাণ ছবিটি উপভোগ করবে।

এদিকে ঈদে আসন্ন সুলতান ছবিতে জিৎ-এর সাথে জুটি করেছেন মিম, এই প্রসঙ্গে তিনি বলেন, সুলতানে কাজ করে আমি অনেক হ্যাপি। ওরা অনেক ফ্রেন্ডলি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ছবির পুরো টিম আমার অভিনয়ের প্রশংসা করেছে। কাজটিও ভালো হচ্ছে। ওদের সাথে কাজ করে অনেক কিছু শিখতে পারছি। সবকিছু মিলিয়ে আমার কাজের অভিজ্ঞতা ভালো।

এদিকে তারকা বহুল সুলতান আগামী ঈদে ছবিটি মুক্তি পাবে। একই সময়ে শাকিব খানের ছবিও মুক্তি পাবে। এমন বড় ইভেন্টে বিজ বাজেটের দুইটি ছবি মুখোমুখি হলে পরিণাম কি হবে? এমন প্রশ্নের উত্তরে পেশাদার মিম বললেন, ঈদে মানুষ সব ছবি দেখে। যদি তিনটা ছবিও মুক্তি পায়, সবগুলো ছবি মানুষ পরিকল্পনা করে দেখবে। শাকিব ভাইয়ের সঙ্গে লড়াই করার কিছু নেই। সব ছবি যাতে ভালো যায় সেজন্য আমার শুভকামনা থাকবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৪, ২০১৮ ১১:৩৭ পূর্বাহ্ণ