আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে স্টেডিয়ামের কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ বলে জানা গেছে। আলজাজিরার এক প্রতিবেদনে প্রাদেশিক জনস্বাস্থ্য বিভাগের প্রধান আমিনু আলাহ আবেদের বরাত দিয়ে বলা হয়েছে, আহতদের মধ্যে ৪০ জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিসিবির এক সংবাদে বলা হয়েছে, বিস্ফোরক ভর্তি ওই গাড়িটি স্টেডিয়ামে বাইরে ভিড়ের মধ্যে ঢুকে পড়েছিল। একটি পুলিশ মুখপাত্র এএফপি জানায়, স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শেষ হওয়ার পরপরই প্রবেশেরদ্বারের কাছেই ঘটনাটি ঘটে। বোমাসহ গাড়িটি স্টেডিয়ামের ভেতরে যেতে চেয়েছিল কিন্তু পুলিশ তা শনাক্ত করে। আফগানিস্তানে গত কয়েক মাসে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি