১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২৪

অস্ট্রেলিয়ায় তীরে আটকা পড়ে ১৩৫ তিমির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ার উপকূলে ভেসে ওঠা ১৫০ তিমির মধ্যে ১৩৫টি প্রাণ হারিয়েছে। এএফপি জানায়, প্রাণ হারানো তিমিগুলোর খোঁজে তীরের কাছাকাছি হাঙর চলে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জনসাধারণকে সাবধানে চলাফেরা করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার ভোর ৬টার দিকে এক জেলে হ্যামেলিন বে উপকূলীয় এলাকায় একঝাঁক তিমি শনাক্ত করেন। তিমিগুলো ভেসে ওঠার কয়েক ঘণ্টার মধ্যে উপকূলের কাছাকাছি এলাকায় একটি তিন মিটার দৈর্ঘ্যরে হাঙর দেখা গেছে। অস্ট্রেলিয়ার উপকূলে তিমি আটকা পড়ার ঘটনা নতুন নয়। ২০০৯ সালের একই সময়ে হ্যামেলিন বে উপকূলে আটকা পড়ার পর ৮০টির বেশি তিমি ও ডলফিন মারা গিয়েছিল। ২০১৫ সালে বুনবুরির সাউথ ওয়েস্ট টাউন উপকূলেও ২০টির বেশি তিমি আটকা পড়েছিল।

১৯৯৬ সালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার উপকূলে সবচেয়ে বেশি ৩২০টি তিমি উপকূলে ভেসে ওঠার পর আটকা পড়েছিল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৪, ২০১৮ ১১:৪৬ পূর্বাহ্ণ