বিনোদন ডেস্ক:
ঠিকঠাক সব চলছিল। সময়মতো শুটিংয়ে আসছিলেন বলিউড তারকা আলিয়া ভাট। কিছুদিন আগে বুলগেরিয়ায় শুরু হয় তার অভিনীত নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিং। সেখানেই পালন করা হয় তার ২৫তম জন্মদিন। এরমধ্যে শুটিং স্পটেই আচমকা অসুস্থ হয়ে পড়েন এ নায়িকা। তবে এর পিছনেও রয়েছে কারণ। সেটি হচ্ছে, এর আগে শুটিংয়ের সময় জখম হয়েছিলেন তিনি।
জানা গেছে, শুটিং করতে গিয়ে কাঁধে গুরুতর চোট পান আলিয়া। এরপর তড়িঘড়ি করে বুলগেরিয়া থেকে মুম্বাই নিয়ে আসা হয় তাকে। এ প্রসঙ্গে আলিয়ার মা সোনি রাজদান গণমাধ্যমকে জানান, কাঁধের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে আলিয়ার। সে কারণেই আপাতত বিশ্রামে থাকতে হবে তাকে।
চিকিৎসকের পরামর্শে কমপক্ষে ১৫ দিন বা এক মাসের আগে শুটিং শুরু করতে পারবেন না তিনি। এছাড়াও শুটিংয়ে উঁচু থেকে পড়ে থুতনিতে চোট পেয়েছেন আলিয়া। এদিকে ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিংয়ের সময় থেকেই রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আলিয়া। আপাতত রণবীরের সঙ্গেই সম্পর্ক চালিয়ে যাচ্ছেন বলে গুজব ছড়াচ্ছে বলিপাড়ায়। তবে এ বিষয়ে আলিয়ার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

