২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৪৯

রোনালদোর নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক:

দুর্দান্ত সময় পার করছেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও পিছিয়ে নেই ৩৩ বছর বয়সী এ সুপারস্টার। এবার সেই অর্জনে যোগ হলো আরেকটি কীর্তময় পালক। বিশ্বকাপের প্রীতি ম্যাচে মিশরের বিপক্ষে ২ গোল করেছেন তিনি। এ নিয়ে তার আন্তর্জাতিক গোল সংখ্যা ৮১টি। যা বিশ্বের সর্বাধিক আন্তর্জাতিক গোলের তালিকায় তৃতীয়।

১০৯ আন্তর্জাতিক গোল করে এ তালিকার শীর্ষে আছেন ইরানের সাবেক ফুটবলার আলি দাই। আর দ্বিতীয় স্থানে আছেন হাঙ্গেরির সাবেক ফুটবলার ফেরেন্স পুসকাস। তিনি গোল করেছেন ৮৪টি। ২০১৮ সালে এরই মধ্যে ক্লাব ও দেশের হয়ে ২৩টি গোল করেছেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা। সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচে নামবে পর্তুগাল। সেদিন পুসকাসকে পেছনে ফেলতে পারেন দুর্দান্ত ফর্মে থাকা রোনালদো।

সুইরাজল্যান্ডের জুরিখে শুক্রবার মিশরের বিপক্ষে হারতেই বসেছিল পর্তুগাল। ৯০ মিনিট পর্যন্ত ম্যাচের ফলাফল ছিল মিশর ১, পর্তুগাল ০। কিন্তু যোগকরা সময়ে রোনালদোর জাদুতে সেই হারতে বসা ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউরোপ চ্যাম্পিয়নরা। দুই মনিটের ব্যবধানে দুইটি গোল করে দলকে জেতান রোনালদো।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৪, ২০১৮ ১১:৩১ পূর্বাহ্ণ