১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:২১

পরীমণির প্রযোজনায় শাকিব

বিনোদন ডেস্ক:

সোনার তরী মাল্টিমিডিয়া— নায়িকা পরীমণির প্রযোজনা সংস্থা। সংস্থাটি থেকে প্রথম সিনেমাটি নির্মাণ করবেন মালেক আফসারী। নাম ঠিক না হওয়া সিনেমাটিতে পরীর বিপরীতে অভিনয় করবেন শাকিব খান। অ্যাকশন ঘরানার সিনেমাটির কাহিনি লিখছেন আবদুল্লাহ জহির বাবু। ইতোমধ্যে সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজ শুরু হয়েছে।

পরিচালক মালেক আফসারী বলেন, ‘পরীর প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম সিনেমা করার কথা ছিল আমারই। শর্ত দিয়েছিলাম, শাকিব খান না হলে সিনেমাটি করব না। গত সপ্তাহে পরী আমার শর্তে রাজি হয়েছেন। এরই মধ্যে শাকিবের সঙ্গে কথাও বলেছেন। শিগগিরই শুটিংয়ের ডেট দেবেন শাকিব।’ সিনেমাটির শুটিং শুরু হবে মে মাসে। একই প্রযোজনা সংস্থার দ্বিতীয় সিনেমা ‘ক্ষত’। শামীম আহমেদ রনী পরিচালিত সিনেমাটিতে পরীমণির বিপরীতে অভিনয় করবেন জায়েদ খান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৪, ২০১৮ ১১:১৭ পূর্বাহ্ণ