১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৮

রোনালদোর ম্যাজিকে পর্তুগালের জয়

স্পোর্টস ডেস্ক:

গত শুক্রবার বিশ্বকাপের প্রস্তুতি পর্বের প্রথম ম্যাচে নেমেছিল দলগুলো। সেই ধারাবাহিকতায় সুইজারল্যান্ডের জুরিখে মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও মিশর। লিভারপুলের তারকা মোহাম্মদ সালেহর গোলে মিশর ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেও যোগকরা সময়ে ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে ১-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল।

এদিন দারুণ প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে অবশ্য শুরুর সুযোগটা পায় মিশরই। ম্যাচের অষ্টম মিনিটে মিসরের আল সাইদের নেওয়া শট আটকে দিয়ে সে যাত্রায় পর্তুগালকে বাঁচান গোলরক্ষক বেতো। এরপর আক্রমণ পাল্টা আক্রমণের এক পর্যায়ে, ম্যাচের ২৬ মিনিটে রোনালদোর দারুণ এক শট রুখে দেয় মিসরীয় ডিফেন্স। তবে ম্যাচের ৪২তম মিনিটে অফ সাইডের ফাঁদে পড়ে বাতিল হয়ে যায় রোনালদোর একটি গোল।

গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের প্রথম গোলটি আসে লিভারপুলের উইঙ্গার সালেহর পা থেকে। ম্যাচের ৫৬তম মিনিটে দারুণ এক গোল করে ১-০ তে এগিয়ে দেন মিশরকে। তবে পাল্টা আক্রমণ শানাতে থাকে পর্তুগিজরাও। কিন্তু গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় যোগ করা সময় পর্যন্ত। ততক্ষণে জয়ের ধ্বনি শুনতে শুরু করেছে মিশরীয়রা। কিন্তু রোনালদোর বিপক্ষে জয় তুলে নেয়া যে দুঃস্বপ্নেরই নামান্তর ম্যাচের শেষ কয়েক মিনিটে সেটা ভালোভাবেই বুঝেছেন সালেহরা।

হেড থেকে আসা রোনালদোর প্রথম গোলটি ৯২তম মিনিটে। সমতায় ফেরে পর্তুগাল। আর দ্বিতীয় গোলটি তার দুই মিনিট পর। রোনালদোর হেড থেকেই জয় সূচক গোলটি আসে। ম্যাচ শেষের বাঁশি যখন বাজল। ফলাফল- পর্তুগাল ২, মিশর ১।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৪, ২০১৮ ১১:১৬ পূর্বাহ্ণ