১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৮

গুলাব গ্যাং’ ছবিতে বেস্ট ভিলেন’ জুহি চাওলা

বিনোদন ডেস্ক:

বলিউডের সবচেয়ে মিষ্টি চেহারা ও হাসির নায়িকা জুহি চাওলা। বয়সের দিক থেকে হাফ সেঞ্চুরি করলেও সৌন্দর্যে কিন্তু এখনও কুড়ি বছরের যুবতীকে হার মানায়। যদিও এখন খুব একটা বড় পর্দায় দেখা যায় না তাকে। কিন্তু নব্বাইয়ের দশক থেকে অনেকটা সময় ধরেই তিনি হিন্দি সিনেমায় রাজ করেছেন। যার নরম-সিগ্ধ-মিষ্টি হাসিতে মুগ্ধ সব শেণির দর্শক। সেই লাবণ্যময়ী নায়িকা জুহি চাওলাই কিনা নিজেকে বলিউডের সেরা নারী ভিলেন ভাবতে শুরু করেছেন!

শুধু তাই নয়, ‘গুলাব গ্যাং’ ছবিতে তার খলচরিত্রটি সমালোচকদের দ্বারা ব্যাপক প্রশংসিত হওয়ার পর পরিচালকরা তার কাছে আবারও এমন কোনো চরিত্র নিয়ে না আসায় বেশ অবাক হয়েছেন জুহি। ওই রকম খলচরিত্র নাকি তিনি আরও বেশি বেশি করতে চান। সম্প্রতি এক মেইল সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবির এই নায়িকা।

 

জুহির কথায়, ‘সত্যি বলতে আমি তেমন নেগেটিভ রোল করি না। কিন্তু ‘গুলাব গ্যাং’ এ অমন ভিলেনের চরিত্র করার পর সমালোচকরা আমার যা প্রশংসা করেছিলেন, তাতে ভেবেছিলাম আমার কাছে এমন নেগেটিভ রোলে অভিনয় করার জন্য আরও অনেক প্রস্তাব আসবে। কিন্তু আমি হতাশ। কেউ আর ওই রকম চরিত্র নিয়ে আমার কাছে আসছেন না।’

এদিকে বলিউড বোদ্ধাদের বক্তব্য, ‘গুলাব গ্যাং’ ছবিতে সুমিত্রা দেবীর চরিত্রে জুহি চাওলা দারুণ অভিনয় করেছিলেন। তার অভিনয় সে বছর সেরা সহ-অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়নও পেয়েছিল। কিন্তু একটা ছবিতে নেগেটিভ রোল করে জুহি যতই নিজেকে বেস্ট ভিলেন ভাবুন না কেন, দর্শকের মন থেকে কিছুতেই তার প্রেমিকা ইমেজ মুছে যাবে না। দর্শক কীভাবে ভুলবেন তার ‘কেয়ামত সে কেয়ামত তক’ ও ‘রাজু বন গায়া জেন্টেলম্যান’ এর মত ছবিগুলোর কথা। কাজেই, জুহি চাইলেও তাকে রাতারাতি ভিলেন ভাবা সম্ভব নয়।’

 

অন্যদিকে ইন্ডাস্ট্রির একদল নিন্দুক বলছেন, ‘জুহি নিজেকে সেরা ভিলেন বললেই তো আর হল না। তাহলে তো আগের সব নায়িকাদের ভিলেন চরিত্র ভুলে যেতে হয়। কিন্তু সেটা কী করে সম্ভব। ‘কলযুগ’ ছবিতে অমৃতা সিং, ‘প্যার তুনে ক্যায় কিয়া’ ছবিতে উর্মিলা মাতণ্ডকর, ‘গুন্ত’ ছবিতে কাজল, ‘জিসম’ ছবিতে বিপাশা বসু, ‘সাহেব বিবি গোলাম’ ছবিতে মাহি গিল, ‘ইশকিয়া’ ছবিতে বিদ্যা বালান এবং ‘এয়েতরাজ’ ছবিতে প্রিয়াংকা চোপড়ার নাম তো জুহির আগেই এসে পড়বে। ফলে, জুহি নিজেকে সেরা ভিলেন ভাবতে পারেন, কিন্তু ইন্ডাস্ট্রি সেটা ভাবছে না।’

জুহি চাওলা বর্তমানে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘জিরো’ ছবির শুটিং করছেন। এছাড়া তিনি কাজ করছেন একটি সাইকোলজিক্যাল থ্রিলারে। যেখানে তার চরিত্র একেবারেই আলাদা। শুধু তাই নয়, ৫০ বছর বয়সী এই নায়িকা আরও কাজ করছেন ডিজিটাল ওয়ার্ল্ডের একটি ওয়েব সিরিজে। সেখানেও প্রায় খল-নায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি। আপাতত এটুকুতেই খুশি এক সময়ের সুপারহিট এ নায়িকা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ১:৩৫ অপরাহ্ণ