২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৩২

শিশু পার্ক থেকে মুছে ফেলা হবে শহীদ জিয়ার নাম

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শাহাবাগে অবস্থিত শিশু পার্ক থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, আগামী সপ্তাহে শিশু পার্কের গেটটি ভেঙে ফেলা হবে। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্থান নির্ধারণ এবং ইন্দিরা মঞ্চ নামে একটি ম্যুরাল নির্মাণ করা হবে। আজ বুধবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।  আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, শাহবাগে অবস্থিত পুরানো জরাজীর্ণ এই শিশু পার্কটি নতুন করে নির্মাণ করা হবে। শিশুদের জন্য অত্যাধুনিক রাইড বসানো হবে। এই কাজের জন্য ২ শত ৬৫ কোটি ৪৪ লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, গণহত্যা দিবস উদযাপনের জন্য ২৫ মার্চ রাত ৯টায় ১ মিনিটের জন্য সারাদেশে আলো নেভানো হবে।  তবে রাষ্ট্রীয়ভাবে না এটি সবাই স্ব-উদ্যোগে পালন করবে। যথারীতি ২৬ মার্চও উদযাপন করা হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ১:৫৩ অপরাহ্ণ