১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০২

একসঙ্গে শুটিং শুরুর অপেক্ষায় শাহরুখ-প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক:

বলিউড সুপারস্টার শাহরুখ খান এর সঙ্গে বলিউডের গ্ল্যামার গার্ল প্রিয়াঙ্কার চোপড়ার পর্দার ভেতরের রসায়ন বরাবরই ভালো জমে। এর আগে সে প্রমান পাওয়া গেছে এই জুটি অভিনীত ডন ছবিতেও।

বলিউডের এই দুই তারকাকে আবারও একসঙ্গে দেখা যাবে রুপালি পর্দায়। আকাশবিজ্ঞানী রাকেশ শর্মা জীবনী নিয়ে নিয়ে লিখা হয়েছে ছবির চিত্রনাট্য। এখনো নাম নির্ধারিত হয়নি ছবিটির। সিদ্ধার্থ রায় কাপুরের প্রযোজনা ও পরিচালনায় ছবিটির শুটিং এ আগামী মে মাসে যোগ দিবেন শাহরুখ,তবে তার আগেই এপ্রিলেই নিজের অংশের কাজ শুরু করবেন প্রিয়াংকা চোপড়া। ছবিটিতে শাহরুখ খানের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা।

জানা যায় ছবিটিতে প্রথমে অভিনয় করার কথা ছিলো আমির খানের,কিন্তু থাগস অব হিন্দুস্তান ছবির কাজের জন্যে আমিরের শিডিউল না পাওয়ায় শাহরুখকেই বেছে নেন প্রযোজক।

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ১:১২ অপরাহ্ণ