১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০২

নোয়াখালীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার সকালে সোনাইমুড়ী পৌরসভা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটকেরা হলেন- উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ভানুয়াই গ্রামের আবদুর মালেকের ছেলে মো. ওয়াসিম (২৭) ও একই পৌরসভার লাউতলা গ্রামের মৃত অনিল চন্দ্র সিংহের ছেলে পিযুষ চন্দ্র সিংহ (২২)।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আবুল খায়ের জানান, সকালে সোনাইমুড়ী পৌরসভায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ১:১২ অপরাহ্ণ