নিজস্ব প্রতিবেদক :
বেনাপোলের সাদীপুর, দৌলতপুর ও রঘুনাথপুর সীমান্ত থেকে দেড় হাজার বোতল ভারতীয় ফেনসিডিল ও ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, সাদিপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালায়। বেনাপোলের সাদিপুর সীমান্তে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা। এসময় ২০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃতহ স্বর্ণের মূল্য ১ কোটি টাকা। স্বর্ণের বারগুলো বেনাপোল কাস্টমস হাউজে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
কর্নেল আরিফুল হক আরও জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিযে বিজিবি সদস্যরা দৌলতপুর ও রঘুনাথপুর সীমান্ত থেকে ১ হাজার ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় সিরাজুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। উদ্ধার হওয়া ফেনসিডিলের মূল্য সাড়ে ৭ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে। ফেনসিডিলসহ আটক সিরাজুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হযেছে।
আটক সিরাজুল রঘুনাথপুর গ্রামের হযরত আলীর ছেলে।
দৈনিক দেশজনতা/এন এইচ