১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৫

অামরা এখন অার ভিক্ষুক নই : অর্থমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক :

অর্থমন্ত্রী অাবুল মাল অাবদুল মুহিত বলেছেন, স্বাধীতার পর থেকেই তো অামরা বিশ্ব ভিক্ষুক হিসেবে চিন্তিত ছিলাম। কিন্তু এখন অার অামরা ভিক্ষুক নয়। ইতোমধ্যে অামরা স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছি। বাংলাদেশ এখন উন্নয়নের মডেল।

বুধবার সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উত্তরণ উপলক্ষে অায়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক আবুল কালাম আজাদ, ইআরডি সচিব শফিকুল আজমসহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী মুহিত বলেন, দাতা দেশগুলোর কাছ থেকে অামরা যে সুযোগ-সুবিধাগুলো নিতাম সেগুলো এখন অামরা কম নেব। অামরা সেগুলো স্বল্পোন্নত দেশগুলোর জন্য ছেড়ে দেব।

তিনি বলেন, আগে বিশ্বের যেকোনও স্থানে গেলে শুধু আমাদের বদনাম শুনতে হয়েছে যে বাংলাদেশ একটি গরীব দেশ। শুধু সাহায্য চায়। এখন আর বাংলাদেশ সে অবস্থানে নেই। বাংলাদেশ এখন পাতাল থেকে আসমানে উঠেছে। আগে নিচে ছিলাম, এখন ওপরে উঠেছি এবং আরও উঠবো। বাংলাদেশের এই অর্জন ধুমধামের সঙ্গে সেলিব্রেট করবো না কেন?’

 

মুহিত অারো বলেন, বাংলাদেশ এলডিসি (স্বল্পোন্নত) থেকে উন্নয়নশীল দেশ হওয়ায় ২০ মার্চ থেকে উৎসব শুরু হয়েছে। এই উৎসব চলবে ২৬ মার্চ পর্যন্ত। অাগামী ২৬ মার্চ সারাদেশের সকল সরকারি সেবা প্রতিষ্ঠানে বিনামূল্যে সকল সেবা প্রদান করা হবে।

অর্থমন্ত্রী বলেন, অামার উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছে। এটি একটু ঐতিহাসিক অর্জন। এই উপলক্ষে আগামী ২২ মার্চ সকালে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে। সেখানেই ওইদিন দুপুরের পর থেকে রাজধানীর ৯টি অঞ্চল থেকে জনগণ শোভাযাত্রা সহকারে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জমায়েত হবে বিকাল ৩টার মধ্যে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা মধ্য আয়ের দেশ হয়েছি এই ঘোষণা পেয়েছি ১৭ তারিখ। এটি বাস্তবায়ন হবে ২০২৪ সালে। এই মধ্যবর্তী ছয় বছর জাতিসংঘের কাছে আমরা এলডিসি হিসেবেই থাকবো। তবে বিশ্ব ব্যাংকের কাছে আমরা ইতোমধ্যেই উন্নয়নশীল দেশ হয়েছি।

তিনি অারো বলেন, এসডি বাস্তবায়নে অামাদের মূল চ্যালেঞ্জ হলো আমাদের মানসিক পরিবর্তন। মানসিক পরিবর্তনের জন্যই আমাদের এই অর্জন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ১:০৯ অপরাহ্ণ