১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৪

কলগার্ল টয়া

বিনোদন ডেস্ক:

এবার কলগার্ল চরিত্রে দেখা যাবে দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী মুমতাহিনা টয়াকে। একজন অন্ধ উপন্যাসিক আর এক কলগার্ল- এর গল্প নিয়ে সাজানো হয়েছে টেলিফিল্ম ‘আমার আকাশ কি এর চেয়েও ছোট’। আলী আফতাব-এর রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন নাহিদ বাবু। প্রযোজনায় শিশির রহমান। টয়া ছাড়াও এতে আরো অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইলোরা গহর, শেখ স্বপ্না, রইচ উদ্দিন। টেলিফিল্মটি প্রচার হবে ২২শে মার্চ সন্ধ্যা ৭.৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।

এই প্রসঙ্গে পরিচালক নাহিদ বাবু বলেন, “একটু সময় নিয়ে কাজটি করার চেষ্টা করেছি। গল্পের সঙ্গে মিল রেখে টেলিফিল্মটি নির্মাণ করা হয়েছে। অনেক প্রতিকূলতার মাঝেও কাজটি সুন্দরভাবে সম্পূর্ণ করেছি সবার সহযোগিতায়। আশা করছি কাজটি দর্শকদের ভালো লাগবে। ” এই প্রসঙ্গে টয়া বলেন, “টেলিফিল্মটির গল্প আমার ভালো লেগেছে। সবাই অনেক যত্ন করে কাজটি করেছে। আশা করছি ভালো লাগবে। ”

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ১১:১৮ পূর্বাহ্ণ