১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৪

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলছে

 

নিজস্ব প্রতিবেদক :

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলছে।
আজ বুধবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং  ভোটগ্রহণ চলবে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত।
এই নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদে মোট ৩৩ জন প্রতিদ্বন্দ্বী  এবং  ভোটার রয়েছে মোট ৬ হাজার ১৫২ জন।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
এ ছাড়া বিভিন্ন পদে আরও ৫জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগপন্থী বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন এবং সম্পাদক পদে লড়ছেন শেখ মোহাম্মদ মোরশেদ।
অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে সভাপতি পদে জয়নুল আবেদীন ও সম্পাদক পদে এম মাহবুবউদ্দিন খোকন নির্বাচন করছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ১১:১৬ পূর্বাহ্ণ