১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৭

আইটেম গানে ঊর্মি

বিনোদন ডেস্ক:

এ সময়ের অভিনেত্রী ঊর্মি। তিনি নির্মাতা সুজন বড়ুয়ার ‘বান্ধব’ ছবিতে প্রথমবারের মতো আইটেম গানে নাচলেন। ‘দোকান খুইলা বইসা আছি আয়না বাপের বেটা খাইয়া যানা চা আর বিড়ি করনা কেনা কাটা’ শিরোনামেন আইটেম গানটির শুটিং শেষ হয়েছে। গানটিতে কন্ঠ দিয়েছেন বেলী আফরোজ। গানটির লিখেছেন সুদিপ কুমার দীপ ও সুর-সংগীত করছেন এম এ রহমান।

নির্মাতা সুজন বড়ুয়া পরিচালিত ‘বান্ধব’ ছবির কাহিনী ও সংলাপ লিখেন ম ম র রুবেল। আর ছবিটি প্রযোজনা করেছে ‘অনুপম কথাচিত্রের’ অনুপ কুমার বড়ুয়া ও আবুল বাশার। ‘বান্ধব’ ছবিটি কাজ প্রায় শেষের পথে। শিগগির ছবিটি সেন্সর বোর্ড জমা দেওয়া হবে। এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন নবাগত মৌ খান।

সম্প্রতি ‘বান্ধব’ ছবির ‘বন্ধব ছাড়া একটা মানুষ বাঁচে কেমনে’ শিরোনামের একটি নতুন গানের রেকর্ড হয়ে গেল। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা, সোমনূর মনির কোনাল। গানটির কথা লিখেছেন, মুন্সী ওয়াদুদ। এতে সুর-সংগীতায়োজন করেছেন, শেখ সাদী খান।

এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এই গানের দৃশ্যায়ণ আগেই হয়েছে। গানটির রেকর্ডিংয়ের অপেক্ষায় ছিলাম। দিন কয়েক আগেই রাজধানীর একটি স্টুডিওতে গানটিতে কন্ঠ দিলেন কোনাল। চমৎকার কথার গানটিতে হৃদয়গ্রাহী সুর-সংগীত করেছেন শ্রদ্ধেয় শেখ সাদী খান। আর কোনাল গেয়েছেন দারুণ। এই গানের সঙ্গে পর্দায় হাজির হবেন ছবির নায়িকা মৌ। আশা করছি ছবির দর্শক এই গানটি পছন্দ করবেন। ’

‘বান্ধব’ ছবিতে মৌ খান ছাড়াও আরোও অভিনয় করছেন, গাজী রাকায়েত, রেবেকা রৌফ, জয় রাজ, হাবিব খান, শায়লা, আরফান, নাহিদ, সানজি, সোহেল, রুবেল, আন্না, গুলজার, সুমিতসহ আরোও অনেকে।

 

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ১১:১৪ পূর্বাহ্ণ