১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৭

কলম্বিয়া সীমান্তে বিস্ফোরণ: নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক:

কলম্বিয়া সীমান্তের কাছে এক বিস্ফোরণে দেশটির ৩ সৈন্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৭ জন। গতকাল মঙ্গলবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির সরকার একথা জানিয়েছে।
ইকুয়েডরের যোগাযোগ মন্ত্রণালয় জানায়, সৈন্যরা সেখানে টহল দেয়ার সময় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এএফপি’র।
মন্ত্রণালয় জানায়, ‘এ বিস্ফোরণে দুর্ভাগ্যজনকভাবে সশস্ত্র বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।’ তারা আরো জানায়, এতে অন্তত সাতজন আহত হয়েছে। আহতরা বেসামরিক নাগরিক নাকি সৈন্য তা জানা যায়নি। উপকূলীয় এসমারালদাস প্রদেশের মাতাজে এলাকায় এ ঘটনা ঘটে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ১১:২০ পূর্বাহ্ণ