১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৪

ইসলামিক ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি

ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পে ডিসেম্বর-২০১৯ সাল পর্যন্ত এই নিয়োগ দেওয়া হবে। দুটি পদে মোট সাতজনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম

হিসাবরক্ষক

যোগ্যতা

বাণিজ্যে স্নাতক অথবা বিবিএ পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। দ্বিতীয় শ্রেণি অথবা সমমানের জিপিএ ৪ এর মধ্যে ২.২৫ এবং জিপিএ ৫ এর ৩ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় ততৃীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। উক্ত পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব-৩০ বছর।
বেতন

নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।

পদের নাম

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

যোগ্যতা

ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় ততৃীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। উক্ত পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব-৩০ বছর।

বেতন

নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৯ হাজার ৩০০ থেকে ২১ হাজার ৪১০ টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা http://www.islamicfoundation.gov.bd/-এর ওয়েবসাইটে আবেদনফরম পাবেন এবং তা পূরণ করে প্রকল্প পরিচালক, প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প, ইসলামিক ফাউন্ডেশন, আগারগাঁও, শেরে বাংলানগর, ঢাকা-১২০৭ ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা
আবেদনপত্র আগামী ৫ এপ্রিল-২০১৮ তারিখের মধ্যে পৌঁছাতে হবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ১৭, ২০১৮ ৬:১৫ অপরাহ্ণ