২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫১

সাকিবের জরিমানা, একাদশে না থেকেও শাস্তি সোহানের

স্পোর্টস ডেস্ক :

আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করায় সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

নো’ বল ইস্যুতে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের শেষ ওভারে দুই দলের খেলোয়াড়দের মাঝে হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে। উদানার প্রথম দুই বল বাউন্সার হওয়ার পর টি-টোয়েন্টির নিয়ম অনুযায়ী আম্পায়ারের ‘নো’ বল কল করার কথা। এনিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ লেগ-আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করলে, তিনি ‘নো’ বলের ইঙ্গিত দেন। কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেটারদের প্রতিবাদের পর মূল আম্পায়ারের সাথে আলোচনা করে তা তুলে নেন। এ নিয়েই যত বিপত্তি।

প্রতিবাদী হয়ে ওঠেন মাহমুদউল্লাহ। মাঠ থেকে রুবেল ও মাহমুদউল্লাহকে বেরিয়ে আসতে বলেন সাকিব। তবে স্বস্তির খবর বড় ধরণের শাস্তি পেতে হলো না সাকিবের।

আম্পায়ারের ভুল থেকে অপ্রত্যাশিত ঘটনার সূত্রপাত তাই সাকিবকে শুধুমাত্র ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ায় একাদশের বাইরে থাকা নুরুল হাসান সোহানের উপর আরোপ করা হয়েছে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা ও ১টি ডিমেরিট পয়েন্ট।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :মার্চ ১৭, ২০১৮ ৫:২৫ অপরাহ্ণ