১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪১
এবার ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা রাশিয়ার-রাশিয়া-ব্রিটেন-২৩-কূটনীতিক-বহিষ্কার-rtvonline-russia-britain-23-diplomat-expel

এবার ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
একই পথে হাঁটলো রাশিয়া। যুক্তরাজ্যে অবস্থানরত ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কারের প্রতিবাদে এবার ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে তারা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি তাদের এক প্রতিবেদনে জানাচ্ছে, শুধু কূটনীতিক বহিষ্কার করেই ক্ষান্ত হয়নি রাশিয়া, সেদেশে অবস্থানরত ব্রিটিশ কাউন্সিল বন্ধ করে দেয়ার কথাও জানানো হয়েছে।
এর আগে, সাবেক রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে রাসায়নিক প্রয়োগে হত্যা চেষ্টার ঘটনায় রাশিয়ার কাছ থেকে কোনো জবাব না পেয়ে সেদেশের ২৩ কূটনীতিককে বহিষ্কার করে ব্রিটেন। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে রাশিয়া। এর পরেই ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কার করে ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে হুমকি দিয়ে বলেন, ‘ব্রিটেন ত্যাগ করতে তাদের মাত্র এক সপ্তাহ সময় দেয়া হয়েছে। অন্যথায় এসব রুশ কূটনৈতিককে অবৈধ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে বিবেচনা করবে ব্রিটেন।’
এসময় রাশিয়া সফর করতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণকে তিনি উপহাস করেন।’ এ বছরের শেষে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপে ব্রিটেনের রাজ পরিবারের কেউ যাবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি। উল্লেখ্য, গত ৩০ বছরে একসঙ্গে এতসংখ্যক কূটনীতিককে একযোগে বহিষ্কারের ঘটনা এটাই প্রথম। বিবিসি

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :মার্চ ১৭, ২০১৮ ৪:৫৪ অপরাহ্ণ