১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২০

গাজীপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় একটি পুকুর থেকে উজ্জল মিয়া (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

১৫ মার্চ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত উজ্জল মিয়া ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।

শ্রীপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ সাদি জানান, মঙ্গলবার দুপুরের দিকে বাড়ির পাশে ভাংনাহাটি সিনিয়র কামিল মাদ্রাসার পুকুরে গোসল করতে যায় উজ্জল মিয়া। পরে ওই দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ওই পুকুরে উজ্জলের লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সকালে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত উজ্জল মিয়া মৃগিরোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ১৫, ২০১৮ ৯:০০ অপরাহ্ণ