১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৭

সাগরে রহস্যময় ৪ লাশ

কক্সবাজার প্রতিবেদক:

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ার চর-সংলগ্ন সাগরে অর্ধ-গলিত লাশটি লাশ পানিতে ভাসছে বলে জানিয়েছে স্থানীয়রা। পুলিশ ৩টি লাশ উদ্ধার করেছে। এখনো ভাসছে ১টি লাশ। তাৎক্ষণিকভাবে লাশগুলোর পরিচয় জানা যায়নি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, মহেশখালী উপজেলার সোনাদিয়ায় সাগর তীরে কিছু লাশ ভাসছে- এমন সংবাদের ভিত্তিতে উদ্ধারে নামে পুলিশ। এপর্যন্ত ৩টি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সমুদ্রে পূর্ণ জোয়ার হয়। এ সময় জোয়ারের তোড়ে গভীর সমুদ্র থেকে লাশগুলো ভেসে আসে। পরে ভাটার সময় তা চরে আটকে যায়। লাশগুলো অর্ধগলিত ও অনেকটা বিকৃত হয়ে গেছে বলে জানান তিনি।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, লাশ ভেসে আসার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মূল ভূখন্ড থেকে একটু দূরে হওয়ায় সেখানে যেতে সময় লাগছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ১৫, ২০১৮ ৮:৫৭ অপরাহ্ণ