দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে বর্ডার গার্ডের উদ্দ্যেগে দিনব্যাপী ফ্রি মেডিকলে ক্যাম্প করা হয়েছে। ১৫মার্চ সকাল ৯টায় দিনব্যাপী বিনামুল্যে স্বাস্থ্য সেবা কর্মসুচির উদ্বোধন করেন ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মো: আবাদুল হান্নান খান।
একজন সচেতন মানুষ পারে নিজে সুস্থ্য থাকতে এবং সমাজকে সুস্থ্য রাখতে” এই প্রতপিাদ্যকে উপলব্ধি করে উপজলোর কাহারোল রোডের (গ্রামিন ব্যাংক সংলগ্ন মাঠে) ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালনায়, গুড হোপ ফাউন্ডেশনের আয়োজনে, উপজেলা প্রশাসন, বীরগঞ্জ, ইনস্টিটিউট ফর কমিউনিটি ডেভেলমেন্ট বাংলাদেশ, ইনসেপটা ফার্মাসিউটিক্যালস, ওল্ড রাজশাহী ক্যাডেটস এ্যাসোসিয়েশন, রংপুর ওল্ড ক্যাডেটস এ্যাসোসিয়েশন, চেক-আপ ডায়াগনস্টিক ও হাসপাতাল, দিনাজপুর, বীরগঞ্জের সেচ্ছাসেবী দল এর সহযোগিতায়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফ্রি-ব্লাড গ্রুপিং ,ডায়াবেটিক ও ই,সি,জি পরীক্ষা করা হয় এবং রুগিদের প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। বিভিন্ন বয়সের প্রায় ৫শ নারী-পুরুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর