২৮শে জানুয়ারি, ২০২৫ ইং | ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:০১

ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি :

ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায়্যতা নিশ্চিতকরন” প্রতিপাদ্য নিয়ে আজ ১৫ মার্চ ফরিদপুরে জেলা প্রশাসন,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব),ফরিদপুর এর যৌথ উদ্দ্যেগে র‌্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।
সকাল সাড়ে ৯ টায় ফরিদপুর জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া এর নেতৃত্বে র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরে মুজিব সড়ক ও কোর্ট কম্পাউন্ড হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইফুল হাসান এর সভাপতিতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া । সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোস্তফা কামাল,সিভিল সার্জন ডা: মো: শাহজাহান কবীর চৌধুরী,কোতয়ালী থানা আওয়ামীলীগ এর সভাপতি আ: রাজ্জাক মোল্লা ।

সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্যাব ফরিদপুর এর সভাপতি শেখ ফয়েজ আহমেদ এবং সেমিনরে নিবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,ফরিদপুর এর সহকারী পরিচালক মো: নাজমুল হাসান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর ফরিদপুর এর ডিডি কার্তিক চন্দ্র চক্রবর্তী,জেলা বাজার কর্মকর্তা মো: সাহাদাত হোসেন,ক্যাব ফরিদপুর এর সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ,জেলা স্বাস্থ্য পরিদর্শক মো: বজলুর রশীদ খান, ধূমকেতু নজরুল চর্চা সংস্থার ফরিদপুর জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট এড: কবি সালাম হাশেমী,টিআইবি-ইয়েস ফরিদপুর এর সদস্য গাজী সালাউদ্দিন, সরকারী রাজেন্দ্র কলেজ এর ছাত্রী কাকলি আক্তার আখি প্রমুখ।
সেমিনারে ডিজিটাল লেনদেনে ভোক্তাদের সতর্কতা ও বিভিন্ন সেবা সার্ভিসের স্বেচ্ছাচারিতা বন্ধে ভোক্তাদের সোচ্চার হবার জন্য আহবান জানান আলোচকবৃন্দ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ১৫, ২০১৮ ৯:০৮ অপরাহ্ণ