১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৫

ফিটনেশ শো নিয়ে ফারিয়া

বিনোদন ডেস্ক:

উপস্থাপনা, চলচ্চিত্রে অভিনয় আর নাচে তিনি পারদর্শী। এবার নায়িকা নুসরাত ফারিয়ার আরেকটি গুণের খোঁজ পাবেন তার দর্শকরা। তিনি এবার গায়িকা হিসেবে ভক্তদের সামনে হাজির হচ্ছেন। ‘পটাকা’ শিরোনামের এই গানটির রেকর্ডিং হয়েছে প্রায় তিন মাস আগে।

এটি লিখেছেন রকিব রাহুল, সুর ও সংগীত করেছেন প্রীতম হাসান। এখন প্রস্তুতি চলছে গানটির ভিডিও ধারণের। ১৮ ও ১৯ মার্চ ভারতের মুম্বাইয়ে শুটিং হবে। ফিল্মের আদলে তৈরি হবে গানের ভিডিওটি। এটি পরিচালনা করবেন ভারতের নৃত্য পরিচালক বাবা যাদব।

এদিকে আগামীতে শুধু গান আর চলচ্চিত্র নিয়ে থাকতে চাইছেন না এই ঢালিউড ডিভা। জানালেন নতুন পরিকল্পনার কথা। ফারিয়া জানালেন, বড় পরিসরে গানের কাজ করতে চাই। এ ছাড়া আমার নিজের ইউটিউব চ্যানেলের জন্য ধারাবাহিকভাবে ‘ফিটনেস শো’ করার ইচ্ছা। পরিকল্পনা এগোচ্ছে।

এদিকে ফারিয়া নতুন কোন ছবিতে কাজ করছেন না। জানা গেছে, দুটি ছবির চিত্রনাট্য আছে তার হাতে। এর মধ্যে একটি যৌথ প্রযোজনার, আরেকটি কলকাতার ছবি।

প্রকাশ :মার্চ ১৩, ২০১৮ ১১:০৭ পূর্বাহ্ণ