১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৩

খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে দুদকের আপিল

নিজস্ব প্রতিবেদক:

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের কারাদণ্ড প্রাপ্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুদক। মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) সুপ্রিমকোর্টের চেম্বার আদালতে খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে এ আবেদন করেন। আজই এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৪ মাসের জামিন মঞ্জুর করেন হাইকোর্টে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। এরপরই অসন্তোষ প্রকাশ করে, জামিন ঠেকাতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করার ঘোষণা দেন দুদক।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১৩, ২০১৮ ১১:১০ পূর্বাহ্ণ