১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

আবারো বোল্ড অবতারে মিম

বিনোদন ডেস্ক:

গত তিন বছর ধরেই আলোচনায় রয়েছে ‘পাষাণ’ ছবিটি । ট্রেলারের পর এবার প্রকাশ হয়েছে ‌‘পাষাণ’ ছবির প্রথম গান ‘ও রানী’। হাইভোল্টজে এই গানে বব এবং হাবিবের কোরিওগ্রাফিতে ফের বোল্ড আবতারে এসেছিলেন মিম। আর তার ও ওমের পারফরমেন্স ছিল অনবদ্য। ‘ও রানী’ গানটি গেয়েছেন তাসিফ আহমেদ এবং মোহনা। কথা লিখেছেন কবির বকুল এবং মিউজিক ডিরেকশন দিয়েছেন সৌকত আলী ইমন।

গতকাল জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় এ গানটি। রোমান্সে ভরপুর ৩ মিনিট ১৮ সেকেন্ডের গানটি ইতিমধ্যে ২ লাখ দর্শক দেখেছেন। এতে ওম ও মিম দু’জন বেশ ঘনিষ্ঠ রূপে নিজেদের উপস্থিতির জানান দিয়েছেন।

এই সিনেমা নিয়ে নির্মাতা সৈকত নাসির বলেছেন, ‘পাষাণ’ হচ্ছে একদম পলিশড অ্যাকশনের সিনেমা। সিনেমার গল্পটা দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখবে, এই আশ্বাস দিতে পারি সবাইকে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১৩, ২০১৮ ১০:৫২ পূর্বাহ্ণ