১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২১

প্রসূন আজাদের সিদ্ধান্ত বদল

বিনোদন ডেস্ক:

নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছরের শেষের দিকে অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী প্রসূন আজাদ। মূলত অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচীর এক অভিযোগের ভিত্তিতে ডিরেক্টর গিল্ডের নিষেধাজ্ঞা কবলে পড়েছিলেন তিনি। নিষিদ্ধ হওয়ার সময় তিনি জানিয়েছিলেন রোকেয়া প্রাচীর সঙ্গে আর কখনও কাজ করবেন না।

এবার এ সিদ্ধান্ত বদলালেন তিনি। রোকেয়া প্রাচী চাইলে আবারও প্রসূন তার সঙ্গে কাজ করতে চান বলেই জানালেন তিনি। এ প্রসঙ্গে প্রসূন আজাদ বলেন, তখন রাগের মাথায় বলেছি, করব না। এখন রাগ নেই তাই সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আসলে সে সময় যে ঘটনা আমার সঙ্গে ঘটেছে সেটা অনেক সহকর্মীর সঙ্গেই ঘটে। এখন আমি নতুন উদ্যমে কাজ করছি। আমি চাই সবার সঙ্গে ভালো কাজ করতে। কারও সঙ্গে কোনো দূরত্ব রাখতে চাই না।’ অভিনয়ে ফিরে এখন বেশ কয়েকটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন প্রসূন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১১, ২০১৮ ১১:১৬ পূর্বাহ্ণ