১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৮

মাঝ রাতে জয়াকে সুমনের সারপ্রাইজ

বিনোদন ডেস্ক:

সাকার্সের নায়িকা জয়া আহসান। সুন্দরী এই নায়িকার গ্রামাঞ্চলে বেশ সুনাম। তার রূপ আর জাদুর কারিশমায় প্রেমে পড়েন গ্রামের প্রভাবশালী ব্যক্তি থেকে শুরু করে যুবক ছেলেরাও। সবাই তার কাছাকাছি যেতে চায়। গ্রামের যুবক সুমন জয়ার মন পেতে একদিন মাঝ রাতে অনেকগুলো জোনাকী পোকা ধরে এনে সারপ্রাইজ দেয়ার চেষ্টা করে। ‘বিউটি সার্কাস’ সিনেমায় এমন একটি দৃশ্যের শুটিং করছেন এবিএম সুমন।

সরকারী অনুদানে নির্মিত এই চলচ্চিত্রের কাহিনী-চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন মাহমুদ দিদার। ফুলবাড়িয়া ডিপজলের বাড়িতে সিনেমার শেষ অংশের শুটিং চলছে বলে জানিয়েছেন সুমন। এর আগে ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জে এই সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান নতুন রূপে ধরা দিয়েছেন সার্কাসের বিউটি সেজে। ছবির নায়ক ‘রংলাল’ চরিত্রে অভিনয় করছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত অভিনেতা এবিএম সুমন। এছাড়া সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, গাজী রাকায়েত প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১১, ২০১৮ ১১:২৬ পূর্বাহ্ণ