১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

প্রকাশ্যে পরিচালককে পরীমনির হুমকি

বিনোদন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্র মিডিয়াতে সেভাবে কোন হিট না দিতে পারলেও সবসময় আলোচনাতেই আছেন পরীমনি। কখনো নিজের প্রেম ভালোবাসা প্রকাশ্যে এনে, কখনো আবার এফডিসিতে জুনিয়র আর্টিস্টদের জন্য কোরবানি দিয়ে। আর সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র প্রযোজনায় নাম লিখিয়ে একবারে মিডিয়া সংবাদের শীর্ষে আছেন পরীমনি।

যদিও এ নিয়ে বেশ গুঞ্জন চলছে। এমন কি আয় করলেন যে পরী এত বড় বাজেটের ছবি প্রযোজনা করতে যাচ্ছেন। তবে এই ভাবনাকে ছাপিয়ে গেল পরীর এক হুমকি দেয়া স্ট্যাটাস। গতকাল রাতে পাওনা টাকা ফেরত চেয়ে এক পরিচালকে হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। তিনি ওই পরিচালকের নাম প্রকাশ না করে লিখেছেন, ২৪ ঘন্টার মধ্যে আমার টাকাটা নিজ দায়িত্বে দিয়ে যাবেন সম্মানিত পরিচালক সাহেব। এর মধ্যে টাকা না পেলে নামটা লিখে দিবো।

পরী জানান প্রায় দুই বছর ধরে তিনি টাকাটা সেই জনৈক পরিচালকের কাছে পাওনা। তবে এটা পরীর কোন কাজের পারিশ্রমিক না, সেই পরিচালক তার থেকে টাকাটা ধার নিয়েছিলেন বলে পরী স্ট্যাটাসে লিখেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১১, ২০১৮ ১১:১৪ পূর্বাহ্ণ