১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০৯

সঙ্গীত জগৎ থেকে বিদায় নিলেন রুমী

বিনোদন ডেস্ক:

আধ্যাত্মিক ও ধার্মিক সাধনায় মনোনিবেশ করতে এবার সঙ্গীত জগত থেকে বিদায় নিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক আরেফিন রুমী। নিজেই ঘোষণা দিলেন যে- তিনি আর কখনো গান গাইবেন না।

৫ মার্চ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিজেই জানিয়েছেন তিনি। আরেফিন রুমী বলেছেন, ‘ভাসিয়ে না দিলে তো কবুল করেন না, আশা করছি আমাকে আর কখনো কোথাও গান গাইতে দেখবেন না। ইনশাল্লাহ যে দিন আমার মরণ কালেও ফিরে আসা… ‘

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে তিনি গানের জায়গা থেকে দূরে। ভক্ত থেকে শোবিজ পাড়া- সবখানেই এ নিয়ে কথাবার্তা চলছিল। কিন্তু তার স্ট্যাটাসের পর সেটা আরো স্পষ্ট হয়। ধারণা করা হচ্ছে ধর্মীয় বিষয়ে আরেফিন রুমী গভীর মনোযোগী হয়েছেন যার কারণে তাকে আর গানে দেখা যাচ্ছে না।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১০, ২০১৮ ১২:৩৭ অপরাহ্ণ