স্পোর্টস ডেস্ক:
বর্তমান টেনিস দুনিয়ার সম্রাট বলা যেতে পারে সুইস তারকা রজার ফেদেরারকে। এমন বর্ণময় ক্যারিয়ারে সাফল্যের যেন কোনও কমতি নেই। তবে এবার প্রায় ১৪ বছর পর নিজের সিংহাসন পুনরুদ্ধার করলেন ফেদেরার। ২০০৪ সালের পর এটিপি’র নাম্বার ওয়ান আসনে বসলেন ফেডেক্স।
ফলে শীর্ষ তারকা হিসেবে ইন্ডিয়ান ওয়েলস টেনিস টুর্নামেন্টে খেলবেন রেকর্ড সর্বোচ্চ গ্র্যান্ডস্লামের মালিক। শীর্ষস্থানের মুকুট পুনরুদ্ধার করে বেশ উচ্ছ্বসিত টেনিসের জীবন্ত কিংবদন্তি। ক্যারিয়ারের শেষ দিকে এসেও এখনও দারুণ দাপুরে ফেদেরার। নিয়মিতই উঠতি তারকাদের টেক্কা দিচ্ছেন। পারফরম্যান্সে সমসাময়িক জোকোভিচ, নাদাল, মারে’র চেয়েও যেন একটু বেশিই দ্যুতি ছড়িয়ে চলেছেন টেনিসের সব রেকর্ড গড়া এই মহাতারকা।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

