১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১২

বেতন-ভাতার দাবিতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

চাকরি জাতীয়করণ ও বেতন-ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করছেন পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা। শনিবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন সারা দেশের পৌরসভাগুলোর কর্মচারী-কর্মকর্তারা। পরে পুলিশি বাধার মুখে পড়লে প্রেসক্লাবের উল্টো পাশে অবস্থান নেন তারা।

তাদের দাবি, সদস্যদের অনেকেই দুই মাস থেকে প্রায় পাঁচ বছর পর্যন্ত বেতন-ভাতা থেকে বঞ্চিত। সরকার দাবি না মানলে কঠোর কর্মসূচির হুমকি দেন অ্যাসোসিয়েশনের নেতারা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১০, ২০১৮ ১২:৩৫ অপরাহ্ণ