১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৮

এখনো জ্বলেপুড়ে মরছেন তারা

বিনোদন ডেস্ক:

অনেক দিন আগেই চুকেবুকে গেছে দীপিকা পাড়ুকোন আর রণবীর কাপুরের প্রেমের সম্পর্ক। রণবীরের জীবনে দীপিকার পরে এসেছেন ক্যাটরিনা কাইফ। তবে সেই প্রেমটাও স্থায়ী হয়নি। আর তাইতো বলিউডের দুই সুন্দরী নায়িকার সম্পর্কটাও বেশ তিক্ত।

শোনা যায়, ক্যাটরিনার জন্যই নাকি একসময় রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙেছিল দীপিকার। আর তারপর থেকেই ক্যাটরিনা-দীপিকা দুজনে দুজনকে একটু এড়িয়েই চলেন। সত্যিকারের প্রেম নাকি পুরোনো হয় না! সঙ্গী যদি শত্রুর সঙ্গে ঘর বাঁধে, তবুও মন থেকে তার ভালো চাইতে হয়। কিন্তু লাস্যময়ী এই দুই নায়িকার প্রেম অনেক আগেই চুকেবুকে গেলেও, এখনো দুজন দুজনকে দেখলে জ্বলেপুড়ে মরছেন!

জানা গেছে, দীপিকা ও ক্যাটরিনার ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা। সম্প্রতি, ইয়াসমিনের সাথে দেখা করতে তার ফিটনেস স্টুডিওতে গিয়েছিলেন দীপিকা। কিন্তু সেখানে আগে থেকেই হাজির ছিলেন ক্যাটরিনা। জিমের বাইরে দাঁড় করানো ছিল ক্যাটের গাড়ি। আর তা দেখা মাত্রই গাড়ি নিয়ে উল্টো পথে দৌড় দেন দীপিকা।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে দীপিকা তার বিয়েতে ক্যাটরিনাকে নিমন্ত্রণ না করার কথাও স্পষ্ট জানিয়ে দেন। তবে কি বলিউডের সেনসেশন দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের স্নায়ুযুদ্ধ কখনোই থামবে না? এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে। সূত্র: আনন্দবাজার

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১০, ২০১৮ ১২:২৯ অপরাহ্ণ