১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২০

শাকিবের ‘চালবাজ’ প্রকাশ্যে

বিনোদন ডেস্ক :

‘নবাব’ সিনেমায় প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। সিনেমাটি মুক্তির পর বেশ প্রশংসা কুড়িয়েছিল। এবার ‘চালবাজ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। এটি পরিচালনা করেছেন জয়দ্বীপ মুখার্জি।

গত ৩ মার্চ প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেইলার। এটিও দর্শক মহলে বেশ প্রশংসিত হয়। এবার প্রকাশিত হলো সিনেমাটির টাইটেল সং ‘চালবাজ’। গতকাল বৃহস্পতিবার রাতে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। এতে ভিন্ন এক শাকিবকে দেখতে পাবেন দর্শক।‘ আমিই আমার বস/ একাই দশে দশ, ডিমান্ডটাই চড়া আমার…এক চালেতে ছিঁটকে দিব/মারব এমন ভাঁজ/চালবাজ চালবাজ’ এমন কথার গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। কণ্ঠ দিয়েছেন শাদব হাশমি। সংগীতায়োজন করেছেন সভ্য।

‘চালবাজ’ সিনেমাটি প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ ও বাংলাদেশের অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট। সিনেমাটি ভারতের দক্ষিণী একটি সিনেমার রিমেক। যদিও বিষয়টি আগেই জানিয়েছেন নির্মাতা জয়দ্বীপ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১০, ২০১৮ ১১:৩১ পূর্বাহ্ণ