১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৯

জিরোতে ক্যাটরিনার বিপরীতে অভয়

বিনোদন ডেস্ক:

শাহরুখ খান অভিনীত আনন্দ এল রাইয়ের ‘জিরো’ নিয়ে দর্শকের অনেক প্রত্যাশা। বছরের অন্যতম বড় ছবি এটি। দিন কয়েক আগেই ছবির সেটে ক্যাটরিনার ট্র্যাডিশনাল লুক ভাইরাল হয়েছে। এ বার শোনা যাচ্ছে, ছবিতে ক্যাটরিনার প্রেমিক কিন্তু শাহরুখ নন। তা হলে কার সঙ্গে রোমান্স করবেন নায়িকা? ক্যাটরিনার বিপরীতে জুটি বাঁধছেন অভয় দেওল।
এর আগে জোয়া আখতারের ‘জিন্দেগি না মিলেগি দোবারা’য় ক্যাটরিনা-অভয়কে দেখা গিয়েছে। তবে সেখানে তাঁরা একে অপরের বিপরীতে ছিলেন না। এই ছবিতেই তাঁদের প্রথম একসঙ্গে দেখা যাবে। বলিউডে হালফিল অনেক নতুন জুটি দেখা গিয়েছে। সেই তালিকায় ক্যাটরিনা-অভয়ের সংযোজন ‘জিরো’র ইউএসপি বাড়িয়ে দিল।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :মার্চ ৮, ২০১৮ ১০:০৩ পূর্বাহ্ণ