১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:৩৩

এস্প্যানিওলকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

স্পোর্টস ডেস্ক:

কাতালান সুপার কাপের ফাইনালে টাইব্রেকার ভাগ্যে এস্প্যানিওলকে ৪-২ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করল দলটি। এ ম্যাচে ছিলেন না লিওনেল মেসি-লুইস সুয়ারেজসহ বার্সার নিয়মিত একাদশের বেশিরভাগ খেলোয়াড়। তবু এস্প্যানিওলের সঙ্গে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র করে স্প্যানিশ জায়ান্টরা।

ফলে খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। যেখানে বার্সার ৪টি শটই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে। আর এস্প্যানিওলের প্রথম ও চতুর্থ শটটি লক্ষ্যভ্রষ্ট হয়। এতে শিরোপা জয়ের উল্লাসে মাতে ক্যাম্প ন্যুর ক্লাবটি। প্রতি দুই বছর পর মাঠে গড়ায় কাতালান সুপার কাপ। প্রথমবার এ এস্প্যানিওলকে হারিয়ে শিরোপা জেতে বার্সেলোনা। তবে পরেরবার হোঁচট খায় দলটি। হেরে গিয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে শিরোপা খোয়ায় তারা।

উল্লেখ্য, লা লিগায় খেলা কাতালুনিয়ার সেরা দুই ক্লাবকে নিয়ে আয়োজিত হয় কাতালান সুপার কাপ। এর প্রথমটি অনুষ্ঠিত হয় ২০১৪ সালে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৮, ২০১৮ ১০:০৯ পূর্বাহ্ণ