১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৯

শুভদিনের সন্ধানে রণবীর-দীপিকা

বিনোদন ডেস্ক:

গত বছরের শেষে বেশ জাঁকজমকভাবেই ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েছেন আনুশকা শর্মা। আনুশকার মতই দ্রুত শুভকাজটা সেরে ফেলতে চান বলিউডের আরেক তারকা দীপিকা পাডুকোন। জিনিউজের খবরে প্রকাশ, সামনের তিন-চার মাসের মধ্যেই গাঁটছড়া বাঁধতে পারেন বলিউডের অন্যতম আলোচিত জুটি রণবীর সিং-দীপিকা পাডুকোন।

স্পটবয়ের প্রতিবেদনে প্রকাশ, দীপিকার মা-বাবা এরই মধ্যে বেঙ্গালুরু থেকে মুম্বাই উড়ে গিয়েছেন রণবীরের পরিবারের সঙ্গে বসে বিয়ের দিনক্ষণ ঠিক করার জন্য। সাক্ষাতের পর মুম্বাইয়ের ফোর সিজন হোটেলে একসঙ্গে রাতের খাবার টেবিলে দেখা গেছে দুই পরিবারকে। শুধু দিনক্ষণই নয়, বিয়েটা কোন জায়গায় হবে, সে নিয়েও হয়েছে বিস্তর আলোচনা। রণবীরের পরিবার চাইছে, বিয়েটা মুম্বাইতে হোক। এতে করে মুম্বাই ও দিল্লিতে থাকা রণবীরের আত্মীয়স্বজন বিয়েতে অংশ নিতে পারবেন।

প্রতিবেদনটি আরো জানাচ্ছে, দক্ষিণ ভারতের রীতিনীতি অনুযায়ী হবে বিয়ের অনুষ্ঠান। এরই মধ্যে রণবীর ও তাঁর পরিবারকে নিয়ে বিয়ের কেনাকাটা শুরু করেছেন দীপিকা। সম্প্রতি রণবীরের বাবা-মাসহ লন্ডনের একটি অলংকারের দোকানে দেখা গেছে দীপিকাকে। তবে বিয়ের কেনাকাটায় উপস্থিত ছিলেন না রণবীর। তিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন জয়া আক্তার পরিচালিত ‘গুল্লি বয়’ ছবির শুটিংয়ে। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন আলিয়া ভাট। অন্যদিকে ইরফান খানের বিপরীতে বিশাল ভারদ্বাজের পরবর্তী ছবি ‘স্বপ্না দিদি’তে দেখা যাবে দীপিকাকে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৮, ২০১৮ ১০:০১ পূর্বাহ্ণ