১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৫

শাকবি-শুভশ্রীর চালবাজ’র ট্রইেলার প্রকাশ

বিনোদন ডেস্ক:

শাকিব-শুভশ্রী প্রথম জুটি বেঁধে অভিনয় করেছিলেন ‘নবাব’ সিনেমায়। সিনেমাটিতে দুজনের অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। নবাবের পর ‘চালবাজ’ সিনেমায় আবারও এক সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব-শুভশ্রী। সিনেমাটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী। আজ রবিবার ‘চালবাজ’র ট্রেইলার প্রকাশ করা হয়েছে।
‘চালবাজ’ ছবিটির প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ ও বাংলাদেশের অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট। বেশিরভাগই দর্শক সিনেমাটির ট্রেইলারের প্রশংসা করেছেন। ছবিটি রিমেক হিসেবে নির্মাণ করা হয়েছে। বিষয়টি নির্মাতার পক্ষ থেকে আগেই জানান হয়েছিল।
তবে কোন ছবির রিমেকে চালবাজ নির্মাণ করা হয়েছে সে বিষয়ে পরিচালক কিছু জানাননি। ট্রেইলার দেখার পর অবশ্য বেশ কয়েকজন দর্শক দাবি করছেন ‘চালবাজ’ ছবিটি তেলেগু ছবি ‘প্যাটেল অন সেল’ এর রিমেক।
দৈনিকদেশজনতা/ এফ আর
প্রকাশ :মার্চ ৪, ২০১৮ ৩:৩৯ অপরাহ্ণ