১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩২

মিয়ানমার সেনারা শূন্যরেখা থেকে সরেছে

নিজস্ব প্রতিবেদক :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্তের শূন্যরেখা থেকে মিয়ানমার তাদের সেনা সরিয়ে নিলেও টহল অব্যাহত রেখেেছে। এর অংশ হিসেবে রোববার সকালে তাদের সীমান্তে মিয়ানমারের সেনাদের টহল দিতে দেখা গেছে।

তবে মিয়ানমারের সেনারা টহল দিলেও সীমান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলেই জানাচ্ছে বিজিবি।

কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান জানান, সকালে মিয়ানমারের ছয়-সাত গাড়ি সেনা সীমান্তের জিরো লাইনে টহলে এসেছিল। ঘণ্টাখানেক সেখানে অবস্থান করে তারা চলে যায়।

তিনি জানান, সীমান্ত মিয়ানমারের সেনারা নিয়মিত টহল দিচ্ছে। সীমান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

তবে সীমান্তের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য বিজিবি সদস্যদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্তের শূন্যরেখায় আশ্রয়শিবিরের পেছনে (মিয়ানমার সীমান্তে) গত বৃহস্পতি ও শুক্রবার আইন লঙ্ঘন করে সেনা সমাবেশ ঘটায় মিয়ানমার। ভারী অস্ত্র নিয়ে কয়েকশ’ সেনাসদস্য সেখানে টহল দেয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে বিষয়টি নিয়ে শুক্রবার বিকেলে ঘুমধুম সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবি। বৈঠকে মিয়ানমার কর্তৃপক্ষ জানায়, অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যই সীমান্তে সেনা ও ভারী অস্ত্রের সমাবেশ ঘটায় তারা।

এরপর শুক্রবার গভীর রাতে সেনাসদস্যদের সীমান্তের শূন্যরেখা থেকে পেছনে সরিয়ে নেয় মিয়ানমার। যদিও কখনও কখনও কাঁটাতারের বেড়ার পাশে দাঁড়িয়ে তাদের টহল দিতে দেখা যাচ্ছে।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ৪, ২০১৮ ৩:৫৭ অপরাহ্ণ