১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৫

জাফর ইকবালের ওপর হামলার নিন্দা জানিয়েছেন বিএনপি

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষাবিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলা অশুভ ইঙ্গিত বহন করে বলে উদ্বেগ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে ড. জাফর ইকবালের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
শনিবার বিকেলে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড. জাফর ইকবালকে অতর্কিত ছুরিকাঘাত করে ফয়জুর রহমান নামে এক তরুণ।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ৪, ২০১৮ ৪:১১ অপরাহ্ণ