১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

নতুন পেশায় পর্ন তারকা মিয়া খলিফা

বিনোদন ডেস্ক:

নীল দুনিয়ার সাবেক সম্রাজ্ঞী মিয়া খলিফা। খুব অল্প সময়ে সারা পৃথিবীতে তার লাবন্যের জনপ্রিয়তা ছড়িয়ে যায়। লেবাননের এই পর্ন স্টার সহসাই তার পেশা ছেড়ে দেন। তখনই চাউড় হয় হঠাৎ কেন ক্যারিয়ারের স্বর্ণ যুগে তিনি এই পেশা ছেড়ে দিলেন। লেবাননের এক ক্যাথলিক খ্রিস্টান পরিবারে জন্ম এই পর্ন তারকার। তাহলে কি তিনি ধর্মের বাধাধরায় এই পেশা ছাড়লেন? অবশেষে বিদেশী এক সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন মিয়া খলিফা।

মিয়া বলেছেন, জঙ্গি গোষ্ঠী আইএস তাকে হত্যার হুমকি দিয়েছে। এর ফলে নিজেকে তিনি দেখতে পেয়েছেন নিয়ন্ত্রণের বাইরে। প্রচন্ড ঝুঁকিতে। তাই ছেড়ে দিয়েছেন পর্ন দুনিয়া। ২০১৫ সালে একটি নীল ছবিতে মিয়া খলিফা হিজাব পরে অভিনয় করলে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার কারণে আইএস তাকে এই হুমকি দেয়। এরপর থেকে নিজেকে এই পেশা থেকে গুটিয়ে নেন মিয়া খলিফা।

অবশ্য মিয়া তখন বলেছিলেন, তিনি শুধু পোশাক হিসেবেই সেটা পড়েছিলেন। তাছাড়া, হলিউডে অনেক ছবি আছে, যেসব ছবিতে আরো খারাপ ভাবে মুসলিমদের অবমাননা করা হয়। বর্তমানে মিয়া স্পোর্টস প্রেজেন্টার হিসেবে কাজ করছেন। এ সব নিয়ে লন্ডনের অনলাইন ডেইলি মেইলের সাংবাদিক ল্যান্স আর্মস্ট্রংয়ের সঙ্গে কথা বলেছেন মিয়া খলিফা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১, ২০১৮ ৫:১৮ অপরাহ্ণ