১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৬

কাল মুক্তি পাচ্ছে ‘পরী’

বিনোদন ডেস্ক:

আগামীকাল ভারতে মুক্তি পেতে যাচ্ছে অনুশকা শর্মার প্রথম ভৌতিক জনরার ছবি ‘পরী’। ছবিটি প্রযোজনাও করেছেন তিনি। শুধু মাত্র চোখের অপলক চাউনিতেই দর্শকের মধ্যে শিহরণ জাগিয়েছেন ‘পরী’। রুপসী থেকে একেবারে যাচ্ছে তাই আত্মা— অনুশকার চেহারার এই আমূল পরিবর্তনের রহস্য ইতিমধ্যেই ফাঁস হয়েছে। এবার ছবিতে তার পরিধান সম্পর্কে জানালেন কস্টিউম ডিজাইনার বীরা কাপুর।

বীরা জানিয়েছেন, ‘‘যে কোনও অভিনেতা বা অভিনেত্রীকে কোনও বিশেষ চরিত্রের ধাঁচে তৈরি করতে মুখ্য ভূমিকায় থাকে তার মেকআপ, চুল এবং পরিধান। প্রথম যেদিন ছবির কাহিনী জানতে পারি সেদিন থেকেই অনুশকা এবং রুখসানার চারিত্রিক বৈপরীত্য মাথায় রেখে তার পোষাক পরিচ্ছদ তৈরির কাজ শুরু হয়।’’

বীরা আরও বলেছেন যে, ‘‘রুখসানার চরিত্রের মধ্যে অনেক ধাপ রয়েছে। তার চরিত্রের এই ভিন্ন স্তর ও গভীরতা মাপা ছিল খুবই কঠিন। এই ধরণের চরিত্রের ক্ষেত্রে পোষাকি বাহুল্য একেবারেই বেমানান। প্রতি ঘণ্টায় পোষাক পরিবর্তনও করা যায় না। সেই জন্য অনুশকার প্রতিটা কস্টিউম খুব সাধারণভাবে বানানো হয়েছে, যাতে তার পোষাকের মধ্যে দিয়েও রুখসানার চরিত্র ফুটে ওঠে। ’’

প্রসঙ্গত, এটি অনুশকা শর্মার হোম প্রোডাকশন ক্লিনস্টেট ফিল্মস-এর তৃতীয় ছবি। অভিনয়ে থাকবেন পরব্রত চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, রজত কাপুর প্রমুখ। হোলির দিন, অর্থাৎ আগামীকাল ২ মার্চ মুক্তি পাবে পরিচালক প্রসিত রায়ের ছবি ‘পরী’।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১, ২০১৮ ৫:১৩ অপরাহ্ণ