১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০২

শুক্রবার বাউবির এইচএসসি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে। বৃহস্পতিবার বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবুল কাসেম শিখদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সারাদেশে ৩৩৯টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষায় ১ লাখ ৭৩ হাজার ৪ শত ৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। যার মধ্যে ১ লাখ ১ হাজার ১ শত ৪২ জন পুরুষ এবং ৭২ হাজার ৩ শত ৯ জন নারী। প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে।এছাড়া বিশ্ববিদ্যালয় হতে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রেরণ করা হবে।

এ পরীক্ষা শুধুমাত্র শুক্রবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। আগামী ৪ মে পরীক্ষা শেষ হবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ১, ২০১৮ ৫:২২ অপরাহ্ণ