২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৮

নারীদের কোমর বড় হলে হৃদরোগের ঝুঁকি বেশি

লাইফ স্টাইল ডেস্ক:

নারীদের কটির চেয়ে কোমর বড় হলে একই ধরনের পুরুষদের তুলনায় তাদের হৃদরোগের ঝুঁকি বেশি থাকে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। অস্ট্রেলিয়ার জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের গবেষণা থেকে এ তথ্য জানা গেছে।

জরিপে দেখা গেছে, হৃদরোগের ঝুঁকি নিয়ে ভবিষৎদ্বাণী করতে সাধারণ স্থূলতার চেয়ে কটি থেকে কোমরের অনুপাত বিবেচনায় নিলে ভালো সফলতা পাওয়া যায়।-খবর বিবিসি অনলাইন। তবে নারী-পুরুষ উভয়ের জন্যই উচ্চপর্যায়ের বডি মাস ইনডেস্ক (বিএমআই) হৃদরোগের ঝুঁকি বাড়ায়। দৈহিক উচ্চতার সঙ্গে দৈহিক ওজনের অনুপাতই হল বিএমআই।

এ গবেষণাটি করতে ৪০-৬৯ বছর বয়সের প্রায় পাঁচ লাখ মানুষের সাক্ষাৎকার নেয়া হয়েছে। আমেনিকান হার্ট অ্যাসোসিয়েশনের জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে। নিবন্ধের মূল লেখক ড. স্যান পেটার্স বলেন, মানুষের উদরের চারপাশে আনুপাতিকহারে অধিক চর্বি জমলে তা আন্ত্রিক চর্বির চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। সাধারণত কটি থেকে কোমর বেশি বড় হলে এমনটি ঘটে। কটির চারপাশে মেদ জমে কোমর তখন আপেলের মতো আকার ধারণ করে।

তিনি বলেন, মানুষের লিঙ্গভিত্তিক রোগের ধরন নির্ণয় করে আমরা ভবিষ্যতে নারী-পুরুষের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধান করতে পারব। বিশ্বব্যাপী স্থূলতার যে মহামারী শুরু হয়েছে, তার সমাধানে এ গবেষণা বড় ভূমিকা রাখতে পারবে।

প্রকাশ :মার্চ ১, ২০১৮ ৫:২৫ অপরাহ্ণ